আমাদের লক্ষ্য
খ্রীষ্টিয়ান হিসেবে আমরা একটি আত্মিক পরিবার, যাঁরা যিশু খ্রীষ্টের মাধ্যমে প্রাপ্ত সাধারণ পরিত্রাণের দ্বারা একত্রিত। এক বিশ্বাসে স্থির হয়ে আমরা “শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান” হতে চেষ্টা করিতেছি (ইফিষীয় ৪:৩)। এর মানে হলো, আমরা একসাথে বিশ্বাসের পথে চলি, যেখানে আমাদের পথপ্রদর্শক হলো ঈশ্বরের বাক্য — যা সত্য (যোহন ১৭:১৭)। স্বর্গের পথে আমাদের এই যাত্রায় আমরা আপনাকেও আমাদের সঙ্গে হাত মিলিয়ে চলার আমন্ত্রণ জানাচ্ছি!